Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পেকুয়া উপজেলায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৬৪ টি ট্যাব স্মার্ট বাংলাদেশ বিনির্মানের মূল হাতিয়ার, স্মার্ট সিটিজেন গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ ট্যাব বিতরণ সম্পন্ন।
বিস্তারিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো`র জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ কক্সবাজার জেলার পেকুয়া  উপজেলার  বিভিন্ন  সরকারি ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেনীর  মেধাবী  শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ ট্যাব বিতরণ অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি ছিলেন জনাব জাফর আলম ,এম এ ,(এম পি -চকরিয়া _পেকুয়া)মহোদয় ,বিশেষ অতিথি ছিলেন  জনাব জাঙ্গীর আলম, চেয়ারম্যান মহোদয়  উপজেলা পরিষদ পেকুয়া ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক,  মোছাম্মদ উম্মা কুসুম , ও জনাব মু. সাইফুল্লা খালেদ,সভাপতি উপজেলা আওয়ামীলীগ (ভারপ্রাপ্ত); সভাপতি ছিলেন জনাব জাহিদুল ইসলাম ,মহোদয় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত ), পেকুয়া,  সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ,ও শিক্ষক শিক্ষার্থীগণ।

বিশেষ সহযোগিতা:উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

সার্বিক সহযোগিতায়: উপজেলা প্রশাসন,ও উপজেলা পরিসংখ্যান অফিস পেকুয়া , কক্সবাজার। 

সময়:  সকাল ১০টা ।

তারিখ: ২৬.০৬.২০২৩ খ্রি.

ডাউনলোড
প্রকাশের তারিখ
26/06/2023
আর্কাইভ তারিখ
01/07/2050