Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
vvv
Details
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ইন্ডাস্ট্রি অ্যান্ড লেবার কর্তৃক বাস্তবায়নাধীন পাইকারী ও খুচরা ব্যবসায় জরিপ ২০২০ এর অফিস আদেশটি সম্পর্কে অবগত হয়েছেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মহোদয়ের জরুরী মিটিং থাকায় তাঁর নির্দেশনা মোতাবেক প্রশিক্ষণ কার্যক্রমটি ১৪ তারিখের পরিবর্তে ১৫ তারিখ হতে শুরু হবে। পরিবর্তিত সময়সূচি: তারিখ ১৫ মার্চ ২০২১। বিভাগীয় এবং জেলা সমন্বয়কারীগণের প্রশিক্ষণ ০১ (এক) দিন সদর দপ্তর, ঢাকা। ১৬ মার্চ ২০২১ এবং ১৮ মার্চ ২০২১, সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীগণ ০২ (দুই) দিন সদর দপ্তর, ঢাকা। ২১ মার্চ ২০২১ হতে ০৪ এপ্রিল ২০২১ পর্যন্ত মাঠ পর্যায়ের কার্যক্রম ১৫ (পনের) দিন সমগ্র বাংলাদেশ। বিভাগীয় শুমারি সমন্বয়কারীগণকে তাঁর অধীন জেলা শুমারি সমন্বয়কারীগণকে এবং তথ্য সংগ্রহকারীদের পরিবর্তিত সময়সূচি বিষয়ে অবহিত করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। প্রতিস্থাপিত অফিস আদেশটি অতিদ্রুত আপনাদেরকে প্রেরণ করা হবে। পাইকারী ও খুচরা ব্যবসায় জরিপ ২০২০ এর তথ্য সংগ্রহ CAPI পদ্ধতিতে করা হবে। তথ্য সংগ্রহকারীদের ট্যাবে তথ্য সংগ্রহ করতে হবে। কক্সবাজার জেলায় একজন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন। তথ্য সংগ্রহ কাজ শুরু হবে আগামী ২৭/৩/২০২১ খ্রিঃ তারিখ থেকে এবং কাজ শেষ হবে ১০/০৪/২০২১ তারিখে। এছাড়া একই সময়ে ৫ জন তথ্যসংগ্রহকারী হোটেল ও রেস্টুরেন্ট জরিপ কাজ সম্পন্ন করবেন।
Publish Date
21/03/2021
Archieve Date
01/01/2050